যেনে নিন কোন দেশের ছেলেরা বেশী বেয়াদব এবং অহংকারী। ..........

পৃথিবীর সব কিছুর মধ্যে জরিপ রয়েছে কিন্ত বেয়াদবের বিষয়ে কোনো জরিপ অচেকিনা আমি জানিনা ,যদি না থাকে তাহলে আমি মনে করি থাকা উচিত। যাই হোক বলতে চাচ্ছিলাম কোন দেশে বেয়াদব পোলাপান বেশী। ....
১.সংযোক্ত আরব আমিরাত
২.সৌদি আরব
৩.ওমান
বিশেষ করে মধ্য প্রাচ্যের এই তিনটা দেশের ছেলেরা বেআদব বেশী। শুধু বেয়াদব নয় অহংকারি  ও বটে। তাদের মধ্যে কোনো ভদ্রতা বলতে কিছু নেই ,ভদ্রার শিক্ষা তারা পায়নি বললেই চলে। মানুষকে সম্মান দিতে জানেনা ,বড়দের সম্মান করতে জানেনা। আর বিশেষ করে যারা তাদের দেশে অবস্থানরত অন্যান্য দেশের শ্রমিক কিংবা বেব্সায়ী যারা আছেন তাদের কে মানুষ বলেই গণ্য করেনা। এসব দেশের অদ্ভোত আইন ,তারা আপনাকে লাঞ্চিত অপমানিত করবে তা আপনাকে মাথা পেতে নিতে হবে ,প্রতিবাদ করার সুযোগ আপনি পাবেননা ,প্রতিবাদ করবেন  আপনি ফেসে যাবেন ,হতে পারে জেল অথবা আপনার পাসপোর্ট এ রেড মার্ক কিংবা একটু সিরিয়াস কিছু হলে মৃত্যু দন্ডও হতে পারে। এদের ভিতরে মানবতা বলতে কিছুই নেই। তাদের কাছে আপনি পাবেন শুধু অমানবিক আচরণ আর কিছুই না.

Comments

Popular Posts