msalim1.blogspot.comআমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী
আমিকি ভুলিতে পারি।
যে ভাষার জন্য শহীদ হয়েছেন রফিক ,সালাম,বরকত,জব্বার এবং নাম না জানা আরো অনেকে.....
সেই আমাদের প্রানের ভাষা, আমাদের মায়ের ভাষা '' বাংলা ''
এই ভাষার জন্য ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারী আন্দলনে এসেছিলেন শিক্ষক ছাত্র সহ সকল শ্রেনীর মানুষ,
তাদের মধ্যে অনেকে শহীদ হয়েছিলেন ওই দিনে ,যাদের নাম উপরে উল্লেখ করা হয়েছে।এই কারণে ২১শে  ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। এই দিবসটি বিশ্বের বিভিন্ন স্থানে পালন করা হয়। আমাদের মায়ের ভাষায় কথা বলতে পেরে আমরাগর্বিত।

Comments

Popular Posts